ইরানে আঠারো শতকের মসজিদ পুনরুদ্ধার
পোস্ট হয়েছে: জুলাই ২৯, ২০২০

কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের না’ইন শহরে অবস্থিত আঠারো শতকের প্রাচীন আবু রেইহানেহ মসজিদের পুনরুদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। প্রাদেশিক পর্যটন প্রধান মাহমুদ মাদানিয়ান সোমবার এই তথ্য জানান।
সিএইচটিএন তাকে উদ্ধৃত করে বলেছে, ঐতিহাসিক কাঠামোটির বিভিন্ন অংশ বিশেষত এর ভিত্তি বিগত বছরগুলোতে আর্দ্রতা এবং প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে গেছে। এজন্য ঐতিহাসিক মসজিদটি সংরক্ষণ, সুরক্ষা ও মজবুত করার লক্ষ্যে পুনরুদ্ধার প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে মসজিদ ট্রাস্টি বোর্ডের সহযোগিতায়।
না’ইন শহর প্রায় ২ হাজার বছর আগে গড়ে ওঠে। ইরানি মালভূমির অন্যতম প্রাচীন অবিচ্ছিন্ন বসতির শহর এটি। অন্যদিকে না’ইন মসজিদ ইরানের অন্যতম প্রাচীন মসজিদ। মূলত এটি দশম শতাব্দীতে নির্মিত হয়। না’ইন ইয়াজদ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে ও ইসফাহান থেকে ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত। গ্রীষ্মকালে অঞ্চলটিতে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস ও শীতকালে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। সূত্র: তেহরান টাইমস।