ইরানে ‘আই কান্ট ব্রিদ’ কার্টুন প্রদর্শনী
পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২০
আমেরিকায় বর্ণবৈষম্যের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারানো কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নিয়ে ‘আই কান্ট ব্রিদ’ শীর্ষক আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। বুধবার রাজধানী তেহরানের আর্ট ব্যুরোর আলি গ্যালারিতে মার্কিন বর্ণবাদের বিরুদ্ধে ছড়িয়ে পড়া প্রতিবাদ ফুটিয়ে তুলে এই কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে।
ইভেন্টের সেক্রেটারি মাসুদ শোজায়েই-তাবাতাবাই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইরান ও ২৭টি দেশ থেকে দেশ-বিদেশি ৪৫জন শিল্পীর বাছাইকৃত ৭২টি কার্টুন প্রদর্শন করা হচ্ছে। আফ্রিকান-আমেরিকান ফ্লয়েডকে মার্কিন পুলিশ হত্যা করার পর কার্টুন প্রদর্শনীটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান।
তিনি বলেন, আমেরিকার ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্বব্যাপী ‘আই কান্ট ব্রিদ’ নামে আন্তর্জাতিক ক্যাম্পেইন শুরু হয়।
উদ্বোধানী অনুষ্ঠানে বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুনের সংগ্রহ নিয়ে একটি বই উম্মোচন করা হয়।
গত ২৫ মে একজন সাদা পুলিশ কর্মকর্তা হাঁটুর নিচে ফেলে নয় মিনিট চেপে ধরে জর্জ ফ্লয়েডকে হত্যা করে। এসময় সে ‘আই কান্ট ব্রিদ’ তথা আমি শ্বাস নিতে পারছি না বলে চিৎকার করতে থাকলেও মনে দয়া হয়নি তার। সূত্র: তেহরান টাইমস।