ইরানে অবিরাম সেবা দিয়ে চলেছে ১৮ হাজার নারী উদ্ধারকর্মী
পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০২০
ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির ১৮ হাজার ২৪৭জন নারী সদস্য বর্তমানে দেশব্যাপী উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনা ও দুর্যোগে ভুক্তভোগী নারীদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় তারা নিবেদিতপ্রাণ হিসেবে নিয়োজিত রয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির রেসকিউ ও রিলিফ সংস্থার প্রধান মেহদি ভালিপুর সোমবার এই তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে দুর্ঘটনায় আক্রান্ত হওয়া নারীদের বিশেষভাবে সহায়তা দেয়া জরুরি। তাদের অবশ্যই নারী উদ্ধারকর্মীদের গ্রুপ দিয়ে সহায়তা করতে হবে।
ভালিপুর বলেন, নারী উদ্ধারকর্মীরা দুর্ঘটনা ও দুর্যোগের সময় সামাজিক-মনস্তাত্ত্বিক সহায়তা, পারিবারিক পুনর্মিলন, অপারেশন সহায়তা, থাকার ব্যবস্থা এবং জরুরী পুষ্টি- এই চার ধরনের সেবা দিয়ে থাকে। এছাড়া এসব স্বেচ্ছাসেবী অনুসন্ধান ও উদ্ধার কাজেও সহায়তা করে থাকে। সূত্র: তেহরান টাইমস।