ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০১৯
রাজধানী ঢাকার ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বুধবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ হাসান সেহাত, ডেপুটি কা্উন্সেলর সাইয়্যেদ মাহদি হোসেইনি ফায়েকের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ইরানের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা নাফার।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত রেজা নাফার বলেন, ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা যেসব আবিষ্কার নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছে তা সত্যি প্রশংসনীয়। তাদের উদ্ভাবনী শক্তি আমাকে অভিভূত করেছে।তিনি মেলায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীর সাফল্য কামনা করেন।
এদিকে চিত্র প্রদর্শনীতে স্থান পাওয়া সেরা ২০টি ছবি আকর্ষনীয় মূল্যে ক্রয় করার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রদূত রেজা নাফার ও ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ হাসান সেহাত। ছবিগুলো ইরান দূতাবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের ফটো গ্যালারিতে শোভা পাবে বলে জানান রাষ্ট্রদূত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন রাষ্ট্রদূতসহ অন্য অতিথিরা।