শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি সঙ্গীতশিল্পীদের গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডে পদক জয়

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২ 

news-image

২০২২ সালের গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডের বিভিন্ন বিভাগে পদক জিতেছেন বেশ কয়েকজন ইরানি সঙ্গীতশিল্পী। সুরকার ফরহাদ হারাতি সিনেমাটিক কোরাল মিউজিক “দ্যা স্যাক্রেড আর্থ” এর জন্য স্বর্ণপদক জিতেছেন।এগারোটি ট্র্যাক সমন্বিত অ্যালবামটি নামিরার সাথে জ্যাঙ রেকর্ডস-এ রেকর্ড করা হয়েছে। নামিরা হচ্ছে তরুণ সংগীতশিল্পীদের একটি দল। এর আগে ২০২১ সালে “হিডেন বিলিফ” এর জন্য গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডে একটি রৌপ্যপদক জিতেছিলেন হারতি।তিনি নামিরা মিউজিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা। প্রথম দিকে অন্যদের সুর বাজানোর আগ্রহের চেয়ে সঙ্গীত রচনায় তার আগ্রহ বেশি ছিল।পেশাদার সঙ্গীতের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ফলে তিনি নিজেকে একজন সুরকার হিসেবে পরিচয় করিয়ে দিতে সক্ষম হন। কারণ তিনি এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।তার কৃতিত্বের মধ্যে রয়েছে “জিরো লিমিটেশন”, “দ্য প্যাসিফিক সান”, “গ্রে লোন”, “দ্যা লেডি অব শ্যাডোস” এবং “দ্যা সাইলেন্স সিজন” অ্যালবামগুলো।ইরানের আরেক সুরকার আহমেদ মিরমাসুমিও এই বছরের অনুষ্ঠানে কম্পোজিশন এবং সাউন্ড মিক্সিং বিভাগে রৌপ্য পদক জিতেছেন। সূত্র: তেহরান টাইমস।