ইরানি শিল্পে অলঙ্কৃত হচ্ছে মালয়েশিয়ার ইসলামি শিল্প জাদুঘর
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৬
ইরানি ও ইসলামি শিল্পে আরো সুসজ্জিত ও অলঙ্কৃত হচ্ছে এশিয়ার অন্যতম সেরা জাদুঘর হিসেবে পরিচিতি মালয়েশিয়ার ইসলামি শিল্প জাদুঘর। ইরানের ইসলামি যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী মালয়েশিয়ার ইসলামি শিল্প জাদুঘরের প্রধান গম্বুজের পুনর্নির্মাণ এবং এই জাদুঘরের অভ্যন্তরীণ কিছু সংস্কার ও কারুকাজের জন্য ইরানি শিল্পী মোহাম্মদ কভান্দকে আমন্ত্রণ জানানো হয়। আর মোহাম্মদ কভান্দ ইরানি ও ইসলামি শিল্পের ছোঁয়ায় মালয়েশিয়ার বিখ্যাত এই জাদুঘরকে নতুন ভাবে অলঙ্কৃত করতে কাজ শুরু করেছেন ।
সূত্র জানায়, মালয়েশিয়ার ইসলামি শিল্প জাদুঘরের প্রধান গম্বুজ- যা এই ভবনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে তা ইরানি শিল্পী মোহাম্মদ কভান্দের নেতৃত্বে দীর্ঘ ৬ মাসের নিরলস পরিশ্রমে অত্যন্ত চমৎকারভাবে পুনর্ণিমিত হওয়ায় জাদুঘর কর্তৃপক্ষ তাকে ইরানি ও ইসলামি নিদর্শনের আদলে একটি পানির ফোয়ারা নির্মাণের দায়িত্ব দেয়। কভান্দ ইরানি-ইসলামি শিল্পের আলোকে জাদুঘরের ভবনের প্রথম তলায় একটি পানির ফোয়ারা নির্মাণের পরিকল্পণা জমা দেন। এই পরিকল্পনা অনুযায়ী খুব শিগগিরই এই ফোয়ারার কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। সূত্র: ইরনা