ইরানি ন্যানো কসমেটিকস আমদানি করে চার দেশ
পোস্ট হয়েছে: জুন ১৫, ২০২২
কসমেটিক পণ্যে ন্যানো পার্টিকেল ব্যবহার করা ইরানি একটি কোম্পানি লেবানন, ইরাক, আফগানিস্তান এবং কুয়েতসহ চারটি দেশে এসব পণ্য রপ্তানি করতে সফল হয়েছে।
উল্লেখ্য, শিল্পের তিনটি আলাদা বিভাগ রয়েছে- ব্যক্তিগত যত্ন, কসমেসিউটিক্যাল এবং মেক-আপ। ন্যানো প্রযুক্তি এই তিন বিভাগেই প্রবেশ করেছে। এই শিল্পে ন্যানো প্রযুক্তির ব্যবহার সাধারণত তিনটি উদ্দেশ্যে করা হয়। তা হলো- চিকিৎসা, বর্তমান পণ্যের গুণমান উন্নতি এবং নেতিবাচক প্রভাব (যেমন সূর্যের রশ্মি) প্রতিরোধ। ন্যানো লাইপোসোমগুলি টুথপেস্ট, ডিওডোরেন্টস, অ্যান্টি-রিঙ্কেল এবং লাইটেনিং ক্রিম উৎপাদনে ব্যবহৃত হয়। সূত্র: তেহরান টাইমস।