শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি ন্যানো কসমেটিকস আমদানি করে চার দেশ  

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০২২ 

news-image

কসমেটিক পণ্যে ন্যানো পার্টিকেল ব্যবহার করা ইরানি একটি কোম্পানি লেবানন, ইরাক, আফগানিস্তান এবং কুয়েতসহ চারটি দেশে এসব পণ্য রপ্তানি করতে সফল হয়েছে।উল্লেখ্য, শিল্পের তিনটি আলাদা বিভাগ রয়েছে- ব্যক্তিগত যত্ন, কসমেসিউটিক্যাল এবং মেক-আপ। ন্যানো প্রযুক্তি এই তিন বিভাগেই প্রবেশ করেছে।এই শিল্পে ন্যানো প্রযুক্তির ব্যবহার সাধারণত তিনটি উদ্দেশ্যে করা হয়। তা হলো- চিকিৎসা, বর্তমান পণ্যের গুণমান উন্নতি এবং নেতিবাচক প্রভাব (যেমন সূর্যের রশ্মি) প্রতিরোধ।ন্যানো লাইপোসোমগুলি টুথপেস্ট, ডিওডোরেন্টস, অ্যান্টি-রিঙ্কেল এবং লাইটেনিং ক্রিম উৎপাদনে ব্যবহৃত হয়। সূত্র: তেহরান টাইমস।