শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি নারী বিজ্ঞানি মির্জাখনিকে সম্মাননা জানালো জাতিসংঘ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২০ 

news-image

বৈজ্ঞানিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখায় ইরানি নারী গণিতবিদ মরিয়ম মির্জাখনিসহ এবছর বিশ্বের সাতজন নারী বিজ্ঞানীকে সম্মাননা জানিয়েছে জাতিসংঘের মহিলা দপ্তর ইউএন ওম্যান। বিশ্ব পরিবর্তনকারী উদ্ভাবন ও পেশাগত নতুনত্বে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মির্জাখনি এই সম্মাননা লাভ করেন।

১১ ফেব্রুয়ারি বিজ্ঞানে আন্তর্জাতিক নারী ও বালিকা দিবস উপলক্ষে ইউএন ওম্যানের ওয়েবসাইটে সম্মাননা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে লেখা হয়, এসব নারী বিজ্ঞানী জীবন রক্ষাকারী প্রতিকার, বিশ্ব-পরিবর্তনকারী উদ্ভাবন এবং সুদূরপ্রসারী গবেষণা তৈরি করতে সক্ষম হয়েছেন। তবুও অনেক ক্ষেত্রে তাদের ব্যক্তিগত অগ্রসরতাকে ছোট করে দেখা হয়েছে অথবা অবহেলা করা হয়েছে।
 
গণিতে বিস্ময়কর প্রতিভার অধিকারী ইরানি বংশোদদ্ভূত প্রয়াত নারী গণিতবিদ মরিয়ম মির্জাখনি স্টানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯৯ সালে তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে গণিতে বিএসসি পাস করেন। পরবর্তীতে তিনি হারভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন।

ইতিহাসের প্রথম নারী হিসেবে ২০১৪ সালে গণিতের নোবেল পুরস্কার ফিল্ডস পদক পাওয়া ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি ২০১৭ সালের জুলাইয়ে মাত্র চল্লিশ বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সূত্র: তেগরান টাইমস।