শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি ডকুমেন্টারি ‘আকিল’ শহীদ সোলাইমানিকে উৎসর্গ

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২০ 

news-image
বাগদাদে মার্কিন বিমান হামলায় শাহাদাতবরণকারী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুর্দস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমইউ) এর ডিপুটি কমান্ডার মাহদি আল-মুহান্দিসকে নিজের তৈরি সর্বশেষ ডকুমেন্টারি ‘আকিল’ উৎসর্গ করলেন ইরানি চলচ্চিত্র নির্মাতা বেহজাদ শেখ। তেহরানে মঙ্গলবার দশম আম্মার পপুলার ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

চলচ্চিত্রটি আকিল নামে এক ইরানি তরুণের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। ছেলেটির বাবা তাকে তার একটি আংটি ইরাকি শহর কারবালায় ইমাম হুসেইন (আঃ) এর পবিত্র মাজারে দান করার জন্য বলেন। আকিল আশুরার মিছিলের সময় আংটিটি কারবালায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

‘আকিল’ পর্দাস্থ হওয়ার আগে এক বিবৃতিতে চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রী ও সংশ্লিষ্টরা বলেন, ‘‘আমাদের শহীদ সোলাইমানি ও আবু মাহদিদের মতো যদি মহান মানুষ না থাকতো তাহলে আশুরার তাজিয়া মিছিলের মতো শিয়াদের বিশাল জমায়েত কখনও চোখে দেখতে হতো না এবং এই ধরনের ডকুমেন্টারিও কখনও বানানো হতো না।’’

আকিল চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আমির-হাসান খাজাভি। ছবিটির দৃশ্য ধারণ করা হয়েছে ইরান ও ইরাকে। সূত্র: তেহরান টাইমস।