ইরানি ডকুমেন্টারি ‘আকিল’ শহীদ সোলাইমানিকে উৎসর্গ
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/01/3345781.jpg)
চলচ্চিত্রটি আকিল নামে এক ইরানি তরুণের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। ছেলেটির বাবা তাকে তার একটি আংটি ইরাকি শহর কারবালায় ইমাম হুসেইন (আঃ) এর পবিত্র মাজারে দান করার জন্য বলেন। আকিল আশুরার মিছিলের সময় আংটিটি কারবালায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
‘আকিল’ পর্দাস্থ হওয়ার আগে এক বিবৃতিতে চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রী ও সংশ্লিষ্টরা বলেন, ‘‘আমাদের শহীদ সোলাইমানি ও আবু মাহদিদের মতো যদি মহান মানুষ না থাকতো তাহলে আশুরার তাজিয়া মিছিলের মতো শিয়াদের বিশাল জমায়েত কখনও চোখে দেখতে হতো না এবং এই ধরনের ডকুমেন্টারিও কখনও বানানো হতো না।’’
আকিল চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আমির-হাসান খাজাভি। ছবিটির দৃশ্য ধারণ করা হয়েছে ইরান ও ইরাকে। সূত্র: তেহরান টাইমস।