ইরানি গবেষকদের ফিউশন প্লাজমা ডিভাইস তৈরি
পোস্ট হয়েছে: জানুয়ারি ৮, ২০১৯

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ইরানের আমিরকবির বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নিউক্লিয়ার ফিউশন প্লাজমা কানফাইনমেন্ট ডিভাইস তৈরি করেছেন। এধরনের ডিভাইসের ডিজাইনও তৈরি করেন ইরানি গবেষকরা। পারমাণবিক ফিউশন শক্তি উৎপাদনে এধরনের ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এধরনের ডিভাইস ফুয়েল সেল ও টারবাইন উৎপদান শিল্পে বিশেষ কার্যকর ভূমিকা রাখবে। গবেষকরা বলছেন,এ ডিভাইস দেশটির ভবিষ্যত পারমাণবিক ফিউশন পদ্ধতিতে জালানি চাহিদা পূরণে বিশেষভাবে সহায়ক হবে। মেহর