বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানকে তুলে ধরতে সফরে এলেন কুয়েতি ৮ ইনফ্লুয়েন্সার

পোস্ট হয়েছে: মে ৭, ২০২৩ 

news-image

কুয়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাববিস্তারকারী ৮ সদস্যের একটি দল সম্প্রতি ইরান সফরে এসেছেন। তাদের এই সফরের উদ্দেশ্য, ইরানের ইতিাহস, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানা এবং সোশ্যাল মিডিয়ায় তা বিস্তরভাবে তুলে ধরা। শুক্রবার বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পর্যটক গ্রুপটি তেহরান, ইসফাহান, কোর্দেস্তান এবং হরমোজগান প্রদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।

সফরের অংশ হিসেবে কুয়েতি এই ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন পর্যটক আকর্ষণ, ইরানিদের আতিথেয়তা এবং আকর্ষণীয় স্থানীয় ইভেন্টগুলি উপভোগ করবেন। সেই সাথে শহরগুলির উন্নয়ন সম্পর্কেও তারা ধারণা নেবেন।

কুয়েতি পর্যটক দল ভ্রমণ এবং প্রদেশগুলি সফর শেষে তাদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় বিস্তৃত ভাবে তুলে ধরবেন।

কিছু পর্যটন বিশেষজ্ঞ বিশ্বাস করেন, পশ্চিমা ‘মিডিয়া যুদ্ধের’ কারণে ইরান এখনও অনেক সম্ভাব্য ভ্রমণ প্রেমীদের কাছে “অজানা”। অথচ সাংস্কৃতিক আকর্ষণ, শ্বাসরুদ্ধকর দৃশ্যাবলি এবং ইউনেস্কো-নিবন্ধিত অসংখ্য দর্শনীয় স্থান পরিদর্শন করতে পছন্দ করেন এমন ভ্রমণকারীদের কাছে ইরান অসাধারণ একটি গন্তব্যস্থল। সূত্র: তেহরান টাইমস।