ইরান ৫শ কিমি উচ্চতায় স্যাটেলাইট পাঠাতে সক্ষম
পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৯

ইরান পৃথিবীর আকাশে কক্ষপথে ৫শ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উচ্চ মানসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম বলে জানিয়েছেন দেশটির আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রেসিডেন্ট সৈয়দ আহমাদ মোতামেদি।
রাজধানী তেহরানে অনুষ্ঠিত একটি বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা ৫শ কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট পাঠাতে সক্ষম এবং আমরা আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে স্যাটেলাইট প্রস্তুত করতে পারি।’’
আমেরিকা, রাশিয়া, ইউরোপ ও কানাডার পাশাপাশি স্যাটেলাইট নির্মাণে শীর্ষ নয় দেশের মধ্যে ইরান এখন অন্যতম। ইরানের মহাকাশ গবেষণা সংস্থা আইএসএ এর প্রধান মোরতেজা বারারি গত ডিসেম্বরের মাঝামাঝি জানিয়েছিলেন, তার দেশ আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় প্রযুক্তিতে একটি টেলিযোগাযোগ স্যাটেলাইট তৈরির পরিকল্পনা করছে।
তিনি জানান, আইএসএ এর পরিকল্পনায় তালিকার একেবারে উপরে রয়েছে আগামী ৭ বছরের মধ্যে দেশীয়ভাবে একটি টেলিযোগাযোগ স্যাটেলাইট তৈরি করা। টেলিযোগাযোগ স্যাটেলাইটটি নির্মাণে ইরান ইতোমধ্যে প্রাথমিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। সূত্র: ফারস নিউজ।