ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর শুভেচ্ছা
পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/10/eid-milad.jpg)
আগামীকাল শুক্রবার ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ব্যাপক উৎসাহ- উদ্দিপনার মধ্য দিয়ে বিশ্বের মুসলমানরা দিনটি পালন করে থাকেন । বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র শুভেচ্ছা।যদিও করোনা সংকট এবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘ পরিবেশে এই ঈদ উদযাপনকে বাধাগ্রস্ত করছে কিন্তু আশা করা হচ্ছে আল্লাহর অশেষ রহমতের ছায়ায় পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে এই সংকটের অবসান হবে এবং আগামী দিনগুলো বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষের জন্য সুখ, শান্তি এবং সাফল্যে পরিপূর্ণ হবে।
প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল থেকে ১৭ই রবিউল আউয়াল পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানে ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হচ্ছে।