ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইইউ
পোস্ট হয়েছে: অক্টোবর ১৮, ২০১৫

ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে রোববার আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণা করবে ইউরোপীয় ইউনিয়ন।
পশ্চিমা কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে শনিবার এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। অবশ্য আনুষ্ঠানিক ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তা কার্যকর হবে চলতি বছরের শেষে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগিরিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এ বিষয় যৌথ বিবৃতি দিবেন।
জুলাই মাসে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা সই করেছে। ৯০ দিনের মধ্যে এটি কার্যকর করার প্রক্রিয়া গ্রহণ করার কথা সমঝোতায় বলা হয়েছে। জারিফ এবং মোগিরিনির ঘোষণার মধ্য দিয়ে সে পর্বের সমাপ্তি ঘটবে।
অবশ্য এটি কার্যকর হওয়ার আগে ছয় জাতির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা শর্ত ইরানকে বাস্তবায়ন করতে হবে। আর এটি বাস্তবায়নের সনদ দিবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।
সূত্র:আইআরআইবি