সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান থেকে চীনের পণ্য আমদানি ২৬ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: জুন ২৭, ২০২২ 

news-image

চলতি বছরের বিগত পাঁচ মাসে ইরান ও চীনের মধ্যে বাণিজ্য বিনিময় মূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা আঠারো শতাংশ বেশি। চীনের শুল্ক দপ্তর এই ঘোষণা দিয়েছে।চীনের শুল্ক দপ্তর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে ইরানের সাথে চীনের বাণিজ্যের পরিমাণ ৬ দশমিক ৪৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইরান ও চীন দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ ছিল ৫ দশমিক ৪৮১ বিলিয়ন ডলার।চীন ২০২২ সালে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইরান থেকে ৩ দশমিক ১৯২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। আগের বছর ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইরান থেকে দেশটি ২ দশমিক ৫৩৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে। সূত্র: মেহর নিউজ।