ইরান থেকে করোনা টিকা কিনতে চায় সুইজারল্যান্ড
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/01/3675125.jpg)
করেনো ভাইরাসের টিকা কিনতে ইরানসহ ২০টি দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সুইজারল্যান্ড। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ সম্পর্কিত একটি ‘স্পেশাল কনট্যাক্ট’ প্রতিষ্ঠা করেছেন।
বৃহস্পতিবার আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় জনস্বাস্থ্য কার্যালয়ের সহ-মহাপরিচালক নোরা ক্রোনিগ বলেন, ইরানি স্বাস্থ্য খাতের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। ইরানের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো সুসংগঠিত এবং ক্লিনিকাল ট্রায়ালের জন্য সম্পূর্ণ সুসজ্জিত।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন উৎপাদনে আগ্রহী প্রার্থীদের তালিকায় ইরানের পাঁচ প্রতিষ্ঠান রয়েছে।
উল্লেখ্য, ইরানের তৈরি প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন হচ্ছে ‘কোভিরান বারেকাত’। বর্তমানে এটির মানব পর্যায়ে পরীক্ষা চলছে। তিন স্বেচ্ছাসেবীকে টিকাটির প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এ পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৩৫জনকে। মানব পর্যায়ে পরীক্ষায় মোট ৫৬জনকে এই টিকা দেয়া হবে। সূত্র: তেহরান টাইমস।