ইরান গাড়ি জাদঘুরের উদ্বোধন
পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০২১
ইরান গাড়ি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। গেল শনিবার (২৩ অক্টোবর) ‘ইরান কার মিউজিয়াম’ এর উদ্বোধন করা হয়। এতে প্রদর্শনের জন্য কাজার (১৭৮৯-১৯২৫) ও পাহলাভি (১৯২৫-১৯৭৯) রাজবংশের সময়কার সংগৃহীত ৬১টি অনন্য ক্লাসিক্যাল এবং ঐতিহাসিক যানবাহন রাখা হয়েছে।
গাড়ি জাদুঘরটি অবস্থিত তেহরান-কাজার প্রাচীন সড়কে। ১১ হাজার বর্গমিটার জায়গার ওপর জাদুঘরটি নির্মাণে ১ দশমিক ২ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ২৮ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়। সূত্র: তেহরান টাইমস।