শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ ভূমি: ফরাসি গণমাধ্যমের বিশ্লেষণ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৬ 

news-image

ফরাসি বার্তা সংস্থা ইরানে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে এক প্রতিবেদনে লিখেছে, মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অন্যতম একটি নিরাপদ ভূমি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশে সেদেশে ইহুদি ও জরাথ্রুস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি খ্রিস্টানরাও নিরাপদে বসবাস করছে।

ফ্রান্সের এই গণমাধ্যম বিভিন্ন দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন  উদযাপনের কথা উল্লেখ করে আরো লিখেছে, ইসলামী ইরানের কর্মকর্তারা খ্রিস্টান সম্প্রদায়ের ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করেননি।

ফ্রান্সের এ বার্তা সংস্থা ইরানের অশুরি খ্রিস্টানদের ধর্মগুরু রামজি গারমুর একটি সাক্ষাতকার প্রকাশ করেছে। এতে ওই ধর্মগুরু ইরানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার কথা উল্লেখ করে বলেছেন, গোলযোগপূর্ণ মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে শান্তির কেন্দ্র এবং এর জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ। সূত্র: পার্সটুডে