বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান ঐতিহাসিক টার্নিং পয়েন্টে রয়েছে: প্রেসিডেন্ট রুহানি

পোস্ট হয়েছে: জুন ১, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তার দেশ এখন এক ঐতিহাসিক টার্নিং পয়েন্টে রয়েছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তার সরকার এখন বৈদেশিক বাণিজ্যের জন্য ইরানের দ্বার খুলে দেয়ার কাজ করছে।

ইরানের উত্তর-পশ্চমাঞ্চলীয় উরুমিয়ে শহরে এক জনসমাবেশে বক্তৃতার সময় প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেন। তিনি বলেন, ইরানের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সরকার তার সবই করবে। ইরানের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ষড়যন্ত্রের জন্য ইহুদিবাদী ইসরাইল ও বিশ্বের বলদর্পী শক্তিগুলোকে দায়ী করেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরানি পণ্য রপ্তানির জন্য রাস্তা খুলে দেয়া দরকার এবং সরকারের জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে দরজা খুলে দেয়া। অতীতে এ দরজা বন্ধ ছিল বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এরইমধ্যে বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধিদল ইরান সফর করতে শুরু করেছে এবং প্রথম ধাপের বিনিয়োগও নিশ্চিত হয়েছে। সূত্র: পার্সটুডে