ইরান-ইরাক যুদ্ধ নিয়ে ৩১টি নাটক প্রকাশ
পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২১

ইসলামী প্রজাতন্ত্র ইরান ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের বিভিন্ন বিষয় বস্তু নিয়ে ৩১ টি নাটকের বই প্রকাশ করেছে। ইরানের দি ফাউন্ডেশন ফর প্রিজারভেশন অব সেক্রেড ডিফেন্স ওয়ার্কস এন্ড ভ্যালুজ নাটকগুলো প্রকাশ করেছে। এসব নাটকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া সাম্রাজ্যবাদীদের এ যুদ্ধের কারণ, যুদ্ধে ইরানিদের আত্মত্যাগ সহ প্রতিরোধের নানা বিষয় সম্পর্কে জানা যাবে। ইরানের নারী পুরুষ এমনকি তরুণ তরুণী থেকে কিশোর কিশোরী পর্যন্ত কিভাবে দেশ রক্ষায় ত্যাগ ও সাহস দেখিয়েছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে ও আহত হয়েছে তার চিত্র এসব বইতে উঠে এসেছে। এর আগে এধরনের ৩০টি বই প্রকাশ করা হয়েছিল। এসব বই সাংস্কৃতিক শক্তি যোগাতে শহীদের আত্মত্যাগের ঘটনাকে গতিশীল করে তুলবে আগামী প্রজন্মের মনে। ইরানের তরুণরা দেশ রক্ষায় নিজেদের ত্যাগ ও সাহসকে অটুট রেখে এগিয়ে যেতে এসব বইকে সহযোগী হিসেবে পাবেন। এসব বইয়ের মধ্যে ‘মাই ফাদার ইজ এ হিরো’, ‘দি ওয়ার অব দি ট্রেজারস’, ‘লাইক নোবডি’, ‘সালমা’, ‘ব্রিজ’, ‘এ স্টোরি ফ্রম দি হার্ট অব দি স্যান্ড’ উল্লেখযোগ্য। তেহরান টাইমস