ইরান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু
পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/03/70576_249.jpg)
ইরানি ক্বারি হামেদ আলিজাদেহর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে ইরান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তৃতা শেষে তাহকীক ও তারতিল তেলাওয়াত ও মুখস্ত বিভাগের চূড়ান্ত প্রতিযোগীদের রেকর্ডকৃত তেলাওয়াত শুনানো হয় এবং বিচারক প্যানেল তাদের তেলাওয়াতকে মূল্যায়ন করেন।
আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতার প্রথম রাতে সিরিয়া, মিশর, ইরাক, ইরান, নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার চূড়ান্ত প্রতিযোগীদের তেলাওয়াত শুনানো হয়।
প্রবীণ ইরানি কুরআন বিশেষজ্ঞ আব্বাস সালিমির নেতৃত্বে বিচারক প্যানেলে সদস্য হিসেবে রয়েছেন ইরান, সিরিয়া, ইরাক, লেবানন, সুদান, ইন্দোনেশিয়া, জর্দান এবং তিউনিসিয়ার ২৩জন পবিত্র কুরআন বিশেষজ্ঞ।
প্রতিযোগিতার ফাইনাল পর্ব আইআরআইবি কুরআন টিভি, কুরআন রেডিও ও কয়েকটি অনলাইন প্লাটফর্মে সম্প্রচার করা হচ্ছে। বুধবার পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এবছর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার স্লোগান ‘‘এক বই এক উম্মাহ’’। সূত্র: ইকনা।