সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান আন্তর্জাতিক অটো শো’র উদ্বোধন ১৯ মে

পোস্ট হয়েছে: মে ৬, ২০১৮ 

news-image

আগামী ১৯ মে শুরু হচ্ছে ইরানের আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী ‘ইরান অটো শো ২০১৮’। নামীদামি মোটরযান প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের অত্যাধুনিক সব গাড়ি নিয়ে হাজির হবে এই শোতে। তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডে এই শো অনুষ্ঠিত হবে। অত্যাধুনিক সব গাড়ির প্রদর্শনী চলবে ২৪ মে পর্যন্ত। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই সংবাদ দিয়েছে।

খবরে বলা হয়, ছয়দিনের এই প্রদর্শনীতে শতাধিক ইরানি কোম্পানি অংশ নেবে। অংশগ্রহণকারী কোম্পানিগুলো যাত্রীবাহী গাড়ি, পিকআপ, বাস, মিনিবাস, ট্রাক ও মোটরসাইকলসহ তাদের তৈরি অত্যাধুনিক সব পণ্য ও সেবা নিয়ে হাজির হবে এই শোতে।

দেশের অটো নির্মাণ শিল্পকে পরিচয় করিয়ে দেওয়া, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সুবিধাকে তুলে ধরা, অটো নির্মাণ শিল্পে অন্যদেশের অর্জনসমূহের সঙ্গে দেশীয় শিল্পের পরিচিতি, আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য দেশীয় পণ্যের মান বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নিয়মিত এই প্রদর্শনীর আয়োজন করে থাকে ইরান। সূত্র তেহরান টাইমস।