শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান আগামী দুই বছরে তেল খাত থেকে আয় করবে ২৫ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০১৬ 

news-image

বিদেশি তেল কোম্পানির সঙ্গে যে চুক্তি হচ্ছে তাতে আগামী দুই বছরে ইরান এ খাত থেকে অন্তত ২৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে এমনটাই আশা করছেন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির পরিচালক আলী কারদর। ইরানের বর্তমান তেল নীতি ও সেই আলোকে বিদেশি তেল কোম্পানির সঙ্গে বিনিয়োগ নিয়ে দরকষাকষি ও রফতানির বোঝাপড়া থেকেই এধরনের আয়ের আশা করছে দেশটি। অন্তত ৩৪টি বিদেশি কোম্পানি ইরানের তেল খাতে বিনিয়োগের জন্যে রাজি হয়েছে। এছাড়া এক বছরে এসব কোম্পানি বিনিয়োগ করবে ৫০ বিলিয়ন ডলার।

প্রথম দফা বিনিয়োগে ইরানের অন্তত ১৩টি অনুসন্ধান কূপে তেল উত্তোলনের উদ্যোগ নেয়া হবে। তবে এসব তেল ক্ষেত্রের নাম উল্লেখ না করে ইরানের তেল মন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ বলেন, বিদেশি তেল কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে এগিয়ে যাবে ইরান। একই সঙ্গে ইরান সরকার দেশটির ৮টি কোম্পানিকে তেল অনুসন্ধান ও উত্তোলন খাতে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। সূত্র: তেহরান টাইমস