শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান অ্যানিমেশন সেলেব্রেশনে ট্যাঙ্গল’র শীর্ষ তিন অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০১৯ 

news-image

ইরান ইন্ডিপেন্ডেন্ট অ্যানিমেশন সেলেব্রেশনে বছরের সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের পুরস্কারসহ শীর্ষ তিনটি অ্যাওয়ার্ড জিতেছে নির্মাতা মালিহেহ গোলামজাদেহর ‘ট্যাঙ্গল’। তেহরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের আব্বাস কিয়ারোস্তামি হলে বৃহস্পতিবার উৎসবের এবারের ১১তম পর্ব অনুষ্ঠিত হয়।

উৎসবে সেরা পরিচালকের মুকুট লাভ করেন গোলামজাদেহ। একইসাথে অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল ডু ফিল্ম ডি’অ্যানিমেশন (এএসআইএফএ) অ্যাওয়ার্ড দেয়া হয় অ্যানিমেশন চলচ্চিত্রটিকে।

‘ট্যাঙ্গল’ চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে যুদ্ধে বাসাবাড়ি হারানো মানুষদের নিয়ে। যারা যুদ্ধের মুখে সব স্মৃতি ও প্রিয়জনদের ছেড়ে যেতে বাধ্য হয়।

উৎসবের গালাতে বেস্ট অ্যানিমেশন ইফেক্ট সহ দুটি অ্যাওয়ার্ড জিতেছে সামানেহ শোজায়ির শর্ট অ্যানিমেশন ‘গ্রে বডি’। ছবিটির লেখক আমিন কাফাশজাদেহ বেস্ট রাইটিং অ্যাওয়ার্ড জিতেছেন এবং ছবিটি পরিচালনার জন্য অনারেবল মেনশন লাভ করেছেন নির্মাতা শোজায়ি।

মেহদি আলিবেইগির ‘লিজেন্ডারি নাম্বারস’ বছরের সেরা সিরিজ হিসেবে মনোনীত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।