ইরাকে ৪০৪ মিলিয়ন ডলারের ইরানি পণ্য রপ্তানি্
পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০১৯
ইসলামী প্রজাতন্ত্র ইরান চলতি ফারসি বছরের প্রথম চার মাসে প্রতিবেশি ইরাকে ৪০৪ মিলিয়ন ডলার মূল্যের ৬ লাখ ৩০ হাজার টন পণ্য রপ্তানি করেছে। ইরানের ইলাম শুল্ক দপ্তরের মহাপরিচালক রুহুল্লাহ ঘোলামি রোববার বলেছেন, ইরাকে মেহরান সিমান্ত দিয়ে এসব ইরানি পণ্য রপ্তানি হয়েছে। তিনি বলেন, মেহরান সিমান্ত প্রতিবেশি ইরাকে পণ্য রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র।তিনি বলেন, প্রতিদিন এই সিমান্ত দিয়ে প্রায় ১০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে।