শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমাম জাওয়াদ (আ.)এর শাহাদাত বার্ষিকী পালিত

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০১৬ 

news-image
মহানবী হযরত মুহাম্মাদ(সা.)-এর পবিত্র আহলে বাইতের ৯ম ইমাম জাওয়াদ (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০শে জিলকদ ইমাম আলী (আ.)-এর পবিত্র মাযারের খাদেমগণ এবং জিয়ারতকারীদের উপস্থিতিতে শোকানুষ্ঠান পালিতহয়েছে। ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের বিভিন্ন প্রাঙ্গণের শোকের প্রতীক কালো নিশানা স্থাপন করা হয়েছে। মাযারের খাদেমগণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত জিয়ারতকারীরা উক্ত শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
8211_469
ইমাম আলী (আ.)-এর মাযারের খাদেম কমিটির পক্ষ থেকে ইমাম জাওয়াদ (আ.)-এর নাম লেখা পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানো হয় শোকানুষ্ঠানে ইরাকের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ আব্দুল্লাহ আদ-দোজিলি আহলে বাইতের (আ.) শানে বক্তৃতা পেশ করেন। সূত্র: ইকনা
8218_359