শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমাম খোমেইনীর মৃত্যুবার্ষিকীতে কাজাখস্তান ও সারবিয়ায় ফটো প্রদর্শনী

পোস্ট হয়েছে: জুন ৭, ২০২০ 

news-image

ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেইনী (রহ.)-এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজাখস্তান ও সারবিয়ায় ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ফটো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই দুই ইভেন্টে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি প্রয়াত ইমামের বিভিন্ন ফটো প্রদর্শনের মাধ্যমে তাকে স্মরণ করা হবে।

কাজাখস্তান ও সারবিয়ায় অবস্থিত ইরান সাংস্কিৃতিক কেন্দ্রের ওয়েবসাইটে অনলাইনে ওই দুই ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রোববার ইরানের ইসলামি সাংস্কৃতিক সম্পর্ক সংস্থা (আইসিআরও) এই ঘোষণা দিয়েছে।  

সারবিয়ায় ‘‘সেপারেশন ফ্রম ফ্রেন্ড’’ শিরোনামে শনিবার ইমাম খোমেইনীর ফটো প্রদর্শনী শুরু হবে। এতে ইমামের পারিবারিক জীবন, দাপ্তরিক বৈঠক ও দাফনের শতাধিক ফটো দেখানো হবে।

অন্যদিকে কাজাখস্তানে ‘‘হ্যালো টু দ্যা সান’’ শীর্ষক ফটো প্রদর্শনীতে দেখানোর জন্য প্রায় ৫০টি ছবি বাছাই করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।