বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমাম খোমেইনী ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান

পোস্ট হয়েছে: জুলাই ৩, ২০২৪ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ  অ্যাওয়ার্ড ইমাম খোমেইনী (রহ.) ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডে অংশ নিতে আবেদন আহ্বান করা হয়েছে।মরহুম ইমাম খোমেইনী (রহ.)-এর চিন্তাধারাকে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া ও এই চিন্তাধারাকে সম্মান জানানোর লক্ষ্যে বিশিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিত্বদের অংশগ্রহণে এই পুরস্কারের আয়োজন করা হবে।

তাত্ত্বিক এবং ব্যবহারিক- দুটি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। ইমাম খোমেইনী (রহ.) এর চিন্তাধারার সাথে সামঞ্জস্য রেখে যারা কাজ-কর্মে অসামান্য অবদান রেখেছেন অথবা কার্যকর বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক-রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছেন তাদের এই সম্মাননা দেওয়া হবে।

ইমাম খোমেইনী (রহ.) ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডে অংশ নিতে ২১ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। ফল ঘোষণা করা হবে আগামী বছরের ৩১ জানুয়ারি।

আরো বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন।

Imam khomeini world Award