ইন্দোনেশিয়ায় মেডিকেল সরঞ্জাম রপ্তানি করবে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১
ইন্দোনেশিয়ার একটি কোম্পানির সাথে ৫ মিলিয়ন ইউরোর মেডিকেল সরঞ্জাম বিক্রির চুক্তি সই করেছে ইরানের একটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি। তেহরানের পারদিস টেকনোলজি পার্কভিত্তিক কোম্পানিটি মঙ্গলবার তৃতীয় টেকনোলজি ইনভেস্টমেন্ট মিটিং (টিআইএম ২০২১) এর ফাঁকে চুক্তিটি সই করে।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের আরিয়া তেব ফিরুজ কোম্পানি ও ইন্দোনেশিয়ার বারাকাহ মেডিকা নুসানতারা কোম্পানির মধ্যে ৭০০ হেমোডায়ালাইসিস মেশিন বিক্রির এই চুক্তি স্বাক্ষর হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও পারদিস টেকনোলজি পার্কের প্রেসিডেন্ট।
চুক্তি অনুযায়ী, ইরানি কোম্পানি ৫ বছরে ৭০০ হেমোডায়ালাইসিস মেশিন উৎপাদন করবে এবং এসব মেশিন ইন্দোনেশীয় কোম্পানিকে সরবরাহ করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।