সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালির লুকানিয়া উৎসবে দেখানো হবে ইরানের ‘ক্র্যাব’

পোস্ট হয়েছে: আগস্ট ৫, ২০২১ 

news-image

ইতালির লুকানিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখানো হবে ইরানি অ্যানিমেশন ‘ক্র্যাব’। নির্মাতা শিভা সাদেক আমিনির ছবিটি উৎসবের এবারের ২২তম আসরের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে দেখানো হবে।

সাদেক আমিনি পরিচালিত ১১ মিনিটের ‘ক্র্যাব’  এ লাজুক ও বিচ্ছিন্ন একটি বালকের গল্প তুলে ধরা হয়েছে। অ্যানিমেশনটির মূল চরিত্রের এই বালকটি স্কুল থিয়েটার গ্রুপে যোগ দিতে চায়। কিন্তু তাকে কেবল কাঁকড়ার ভূমিকায় অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়।

ইতালির বাসিলিকাতা শহরে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবটি ৭ আগস্ট শুরু হবে। বাসিলিকাতার প্রাচীন নাম ছিল লুকানিয়া।

এর আগে ইরানি অ্যানিমেশন ‘ক্র্যাব’  বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়।  ছবিটি গেল ১ থেকে ৪ জুলাই  ‘ফেস্ট আনকা’ আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।