মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালির অস্কার বিজয়ী নিকোলা পিওনি আসছেন তেহরানে

পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০১৮ 

news-image

ইতালির অস্কার বিজয়ী সুরকার নিকোলা পিওভানি ইরানে আসছেন আগামী ২৫ এপ্রিল এক কনসার্টে সঙ্গীত পরিবেশনের জন্যে। তেহরানে ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে যোগ দিচ্ছেন। এ উৎসবে যোগ দিচ্ছেন ফেদেরিকো ফেল্লিনি, তাভিয়ানি, মার্কো বেল্লোচিও’র মত প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব। নিকোলা পিওভানি ইতালির হালকা ক্লাসিকাল সঙ্গীত শিল্পী। ১৯৯৮ সালে তিনি অস্কার জেতেন লা ভিটা বেলা চলচ্চিত্রের জন্যে। লাইফ ইজ বিউটিফুল চলচ্চিত্রে তার সঙ্গীত তাকে খ্যাতি এনে দিয়েছে।

হাইস্কুলের পাঠ চুকিয়ে নিকোলা পিওভানি রোমের সাপিঞ্জা ইউনিভার্সিটিতে পিয়ানোর ওপর ডিগ্রি অর্জন করেন। এরপর বিখ্যাত গ্রিক সুরকার ম্যানোস হাদজিদাকিসের কাছে অর্কেস্ট্রায় তালিম নেন। ২০০০ সালে নিকোলা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন লাইফ ইজ বিউটিফুল চলচ্চিত্রে সঙ্গীতের জন্যে। এপর্যন্ত ১৩০টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।- ইরনা