বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালিতে পুরস্কার জিতলো ইরানি চলচ্চিত্র ’ফিশ অ্যান্ড আই’

পোস্ট হয়েছে: মে ২৮, ২০১৭ 

news-image

স্বল্পদৈর্ঘ্য ইরানি চলচ্চিত্র ’ফিশ অ্যান্ড আই’ ইতালির সোর্সিকোর্টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা ছবির খেতাব কুড়িয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৫৪টি আন্তর্জাতিক পুরস্কার জিতলো ছবিটি।

চলচ্চিত্রটির পরিচালনা, গল্প লেখা ও অভিনয় করেছেন বাবাক হাবিবিফার। ‘ফিশ অ্যান্ড আই’ ইরানের স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি। চলচ্চিত্রটি উৎসবটির এবারের ১১তম আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে। এবারের উৎসব ২২ মে শুরু হয়ে চলবে ৩০ মে পর্যন্ত।

‘ফিশ অ্যান্ড আই’ ছবিতে একজন অন্ধ মানুষের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। যে তার মাছ রক্ষা করার জন্য চেষ্টা চালায়। সূত্র: মেহের নিউজ।