ইতালিতে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে ইরানের “কোল্ড সাই”
পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/07/5070625.jpg)
নাহিদ আজিজি সেদিঘ রচিত ও পরিচালিত ইরানীয় চলচ্চিত্র “কোল্ড সাই” ৬ জুলাই ইতালিতে ২২তম ইসচিয়া চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে একটি পুরস্কার জিতেছে।
সোমবার বার্তাসংস্থা মেহর নিউজ জানিয়েছে, উৎসবের প্রধান বিভাগ থেকে ইরানের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র “কোল্ড সাই”-এর জন্য মাসুদ আমিনি তিরানিকে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার দেওয়া হয়েছে।
২০২৩ সালে নির্মিত ৮৭ মিনিটের চলচ্চিত্রটি বাহা চরিত্রের এক যুবককে নিয়ে নির্মাণ করা হয়েছে। সীমান্ত শহরের ওই যুবক জানতে পারেন যে, তার বাবা বাহরাম ২০ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাহরাম তার স্ত্রীকে হত্যার (বাহার মা) দায়ে জেল খাটেন। বাহা কখনোই এর সাথে মোকাবিলা করেননি। এখনও রাগ ও বিরক্তিতে পূর্ণ বাহানিজের বাবাকে জেল থেকে নিয়ে আসার সিদ্ধান্ত নেন।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ইমান সেদিঘ, আলী বাঘেরি, আহুরা বাহরামি, আমির আরাম, মোহাম্মদ আশকানফার এবং সালার দরিয়ামাজ।
আজিজি সেদিঘের প্রথম ফিচার ফিল্ম “কোল্ড সাই” এ পর্যন্ত বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। সম্প্রতি, এটি মে মাসে রাশিয়ার চেবোকসারিতে ১৭তম চেবোকসারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গ্র্যান্ড প্রিক্স জিতেছে। সূত্র- তেহরান টাইমস