ইতালিতে কার্টুন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতল ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০১৬
ইরানের কার্টুনিস্ট মেহেদি আজিজি ইতালিতে আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় প্রথম পুরস্কারটি জিতে নিয়েছেন। গত রোববার ইতালির ক্যানেভা রাইডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় থিম ছিল যুদ্ধ নয় শান্তি। আজিজির আঁকা কার্টুনে দেখা যায় মরুভূমির মধ্যে দিয়ে এক সৈন্য হেঁটে যাচ্ছে অস্ত্রসজ্জিত হয়ে এবং তার ছায়ার মাথায় একটি গর্ত দেখতে পারছে। যুদ্ধ যে কোনো পক্ষকেই শান্তি এনে দিতে পারে না এবং যুদ্ধ করার জন্যে আদতে বিশ্বে কেউ যে কারো শত্রু নয়, যুদ্ধের নামে কল্পিত শত্রুর আড়ালে অন্যদেশের ওপর হত্যাযজ্ঞা চালিয়ে দেশটির সম্পদ লুণ্ঠনের আরেক চাল, এসব বিষয় মেহেদির এ কার্টুনে ফুটে উঠেছে।
ইতালির এ আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পান ইতালির কার্টুনিস্ট গিয়াকোমো কার্ডেল্লি ও তৃতীয় পুরস্কার জিতে নেন রাশিয়ার ওলেস্কি কুস্টোভস্কি।
এ প্রতিযোগিতায় ইরানের কার্টুনিস্ট আব্বাস নাসেরি, এহসান চেরাকি, এসমায়েল বাবাই, হামেদ বাজরাফকান ও নেদা শোজাই সন্মানজনক পুরস্কার পান। ক্যানেভায় অংশ নেয়া কার্টুনিস্টদের বাছাইকৃত কার্টুনগুলো প্রদর্শনীতে স্থান পায়। সূত্র: তেহরান টাইমস