শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালিতে ইরানি ছবির তিন পুরস্কার জয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২০ 

news-image

ইতালিতে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভালে (এশিয়াটিকা-এনকাউন্টার্স উইথ এশিয়ান সিনেমা) তিনটি অ্যাওয়ার্ড জিতেছে ইরানি চলচ্চিত্র ‘নো চয়েজ’। নির্মাতা রেজা দোরমিশিয়ান পরিচালিত ছবিটি উৎসবের এবারের ২১তম পর্ব থেকে এসব পুরস্কার ঘরে তোলে।

‘নো চয়েজ’ চলচ্চিত্রের কাহিনি লেখা থেকে শুরু করে পরিচালনা ও প্রযোজনা করেছেন দোরমিশিয়ান।  ইতালির উৎসবে চলচ্চিত্রটি সেরা ফিচার ছবি, সেরা দর্শক পুরস্কার ও এনইটিপিএসি অ্যাওয়ার্ড লাভ করে।

চলচ্চিত্রটি এর আগে ৩১ অক্টোবর থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।