ইউরোপের সঙ্গে ইরানের ৪.২ বিলিয়ন শিল্প বাণিজ্য চুক্তি
পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০১৬

ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর এবং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। জাতিসংঘসহ ৬ জাতি গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা হবার পর তা কাজে লাগিয়েছে ইরান। এধরনের চুক্তির অন্তত ৫৭ ভাগ বাস্তবায়িত হওয়ায় ইউরোপের সঙ্গে চার বিলিয়নের বেশি শিল্প ও বাণিজ্য চুক্তি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন, এ সম্পর্কিত ইরানের এক শীর্ষ কর্মকর্তা বেহরুজ রিয়াহি।
গতবছর ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে দীর্ঘদিন আলাপ আলোচনার পর ওই চুক্তি হয় এবং দেশটির ওপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে জেসিপিওএ নামে পরিচিত এ চুক্তি বাস্তবায়ন শুরু হয়।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন