বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্য বৃদ্ধি ১২শ’ কোটি ডলার

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০১৮ 

news-image

ইউরোপের দেশগুলোতে ইরান পণ্য রফতানি করেছে ৬.৯৩ বিলিয়ন ইউরো। যা সাড়ে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ইউরোপ থেকে ইরানের আমদানি একই সময়ে ১৯.৯ শতাংশ হ্রাস পেয়ে আর্থিকমূল্যে তা দাঁড়িয়েছে ৫.০৮ বিলিয়ন ইউরো। ইউরোপের ২৮টি সদস্য দেশে গত ৪ মাসে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের চিত্র এটি। তবে সার্বিকভাবে গত বছরের একই সময়ের তুলনায় ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্য ৪.৪ শতাংশ কমেছে।

গত ৮ মাসে ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি ও গ্রিসের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেননেদ ছিল যথাক্রমে ২.৯৩, ১.৯৮, ১.৮২,১.৭১ ও ১.০৪ বিলিয়ন ডলার। এছাড়া একই সময়ে ইরান ক্রোয়েশিয়ার সঙ্গে ৬২.৮৪, হাঙ্গেরির সঙ্গে ৮০.৩৫, লাটভিয়ার সঙ্গে ৬.২৭, স্পেনের সঙ্গে ১.৮২, ও অস্ট্রিয়ার সঙ্গে ৩৯০.৩৫ মিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন করেছে। এসব দেশের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন বেড়েছে। তবে সাইপ্রাস, বুলগেরিয়া, পর্তুগাল, নেদারল্যান্ড ও স্লোভাকিয়ার সঙ্গে ইরানের বাণিজ্য কমেছে। ফিনান্সিয়াল ট্রিবিউন