বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউরোপে রপ্তানি হচ্ছে ইরানি হ্যান্ডিক্র্যাফ্ট

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২০ 

news-image

করোনা ভাইরাসের বিধিনিষেধ সত্বেও ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হচ্ছে ইরানি হ্যান্ডিক্র্যাফ্ট। দেশটির উত্তরপূর্ব অঞ্চলের ছোট শহর তোরবাত-ই হেইদারিয়েহ থেকে এসব হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি হচ্ছে। এই খবর দিয়েছে সিএইচটিএন।


রোববার স্থানীয় পর্যটন প্রধান জানান, করোনা ভাইরাস মহামারিতে যখন দেশীয় ও আন্তর্জাতিক মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক সেই মুহূর্তেও চলতি ইরানি বছরের শুরু থেকে বিভিন্ন দেশে ইরানি ওই শহর থেকে পাঁচ বিলিয়ন রিয়ালের (১ লাখ ২০ হাজার মার্কিন ডলার) হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি হয়েছে।
এই কর্মকর্তা আরও জানান, গোটা তোরবাত-ই হেইদারিয়েহ শহর জুড়ে হস্তশিল্পের বিভিন্ন ক্ষেত্রে দেড় সহস্রাধিক শিল্পী তৎপর রয়েছে। গত অর্থবছরের প্রথম ১১ মাসে ইরান ৪২৭ মিলিয়ন ডলারের হস্তশিল্প রপ্তানি করেছে।

সূত্র: তেহরান টাইমস।