ইউরোপে ইরানের ইস্পাত রফতানি দু’বছরে বেড়েছে ৮ গুণ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/02/4bk5d93f8a97ba7xpm_800C450.jpg)
ইরান থেকে ইস্পাত আমদানি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে জানিয়েছে ইউরোপের ইস্পাত সংস্থা ইউরোফের। ইউরোফেরের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন ও ভারতের পরই ইউরোপে সবচেয়ে বড় ইস্পাত রফতানিকারক দেশে পরিণত হয়েছে ইরান।
ইউরোফেরের প্রতিবেদন বলা হয়েছে, গত বছর ইরান থেকে ইউরোপে ১০ লাখ টন ইস্পাত রফতানি করা হয়।২০১৬ সালে চীন এবং ভারত ইউরোপে যথাক্রমে ৫৭ লাখ টন এবং ১৯ লাখ টন ইস্পাত রফতানি করেছে। তুরস্কের পর ইরানই মধ্যপ্রাচ্যে সব চেয়ে বড় ইস্পাত উৎপাদন করে বলে জানিয়েছে বিশ্ব ইস্পাত সংস্থা। ইরান বর্তমানে বছরে এক কোটি ৭০ লাখ টন ইস্পাত উৎপাদন করে। ২০২৫ সালের মধ্যে ইস্পাত উৎপাদন সাড়ে পাঁচ কোটি টনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছে ইরান।
সূত্র: পার্সটুডে।