শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউরেশিয়া সাহিত্য অ্যাওয়ার্ড পেলেন ইরানি নারী বেহনাজ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০১৯ 

news-image

ইউরেশিয়া সাহিত্য অ্যাওয়ার্ড পেয়েছেন ইরানের নারী লেখক বেহনাজ জাররাবিজাদেহ। তিনি ‘‘দ্যা ইলেভেন গোলেস্তান’’ বই এর জন্য এই অ্যাওয়ার্ড লাভ করেছেন। কমান্ডার আলি চিতসাজিয়ানের স্ত্রী জাহরা পানাহিরাভার স্মৃতি নিয়ে বইটি লেখেন তিনি।

বৃহস্পতিবার অ্যাওয়ার্ডটি বইটির রুশ প্রকাশনা সংস্থা সুরেহ-মেহরের কাছে হস্তান্তর করা হয়। এটি ইসলামিক আইডিওলোজি ডিজেমিনেশন অরগানাইজেশনের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। শনিবার এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।

বইটির প্রশংসা করে একটি বাণী লিখেছেন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।

কাজাখস্তান, রাশিয়া, ইরান, বেলুরুশিয়া, তাজিকিস্তান ও ভারত ২০০৩ সালে ইউরেশিয়া সাহিত্য অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠা করে। এতে সেরা সাহিত্য কর্ম, প্রামাণ্য চিত্র ও সেরা সাংবাদিকদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। সূত্র: তেহরান টাইমস।