সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউএসএ কারাতে ওপেনে সোনা জয় আহমাদির

পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০১৮ 

news-image

ইউএসএ কারাতে ওপেনে সোনা জিতেছেন ইরানি অ্যাথলেট সাইদ আহমাদি।  জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভাগাসে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের দারুণভাবে ইতি টানতে সক্ষম হলেন তিনি।

গত রোববার আহমাদি পুরুষদের ৭৫ কেজি ওজনশ্রেণির কারাতে প্রতিযোগিতায় ইরানের পক্ষে অংশ নেন।  টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত আমেরিকান কারাতে টম স্কটকে ২-০ ব্যবধানে হারিয়ে সোনা জয় লাভ করেন তিনি।

ফাইনাল পর্বে আসার আগে আহমাদিকে বেশ কয়েকটি ধাপ পাড়ি দিতে হয়েছে।  তিনি পানামার প্রতিপক্ষকে ৬-১ পয়েন্টের ব্যবধানে, ইকুয়েডরের প্রতিপক্ষকে ৭-২ পয়েন্টের ব্যবধানে এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে ৪-১ ব্যবধানে পরাজিত করেন।  পরবর্তীতে সেমি ফাইনালে চিলির প্রতিপক্ষকে ৩-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন আহমাদি।

যুক্তরাষ্ট্রের লাস ভাগাস অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এবারের (২০১৮) কারাতে ওপেনে বিশ্বের বিভিন্ন দেশের সহস্রাধিক অ্যাথলেট অংশ গ্রহণ করেন।  প্রতিযোগিতা ৩০ মার্চ শুরু হয়ে শেষ হয় ১ এপ্রিল।  সূত্র: ইরান ডেইলি।