শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইংল্যান্ডে সেরা ছবির পুরস্কার জিতলো ইরানি ড্রামা ‘দ্যা ব্যাজার’

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০২১ 

news-image

ইংল্যান্ডে সুইন্ডন স্বতন্ত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ছবির পুরস্কার জিতেছে ইরানি ড্রামা ‘দ্যা ব্যাজার’।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কাজেম মোল্লায়ি। ‘দ্যা ব্যাজার’ এ  সুদেহ নামে ৪০ বছরের এক বৃদ্ধা নারীর কাহিনি তুলে ধরা হয়েছে। এই বৃদ্ধা দ্বিতীয় বিয়ের আগে এক আজব ঘটনার সম্মুখীন হন। সুদেহ ও তার ছেলে মতিয়ার একটি পুরনো বাসায় বসবাস করেন।

এরআগে ড্রামাটি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ার অঞ্চলে অনুষ্ঠিত ১৯তম রিভারসাইড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা দর্শক ও সেরা অভিনেতা পুরস্কারসহ উৎসবের তিনটি বিভাগে সম্মাননা লাভ করে।

‘দ্যা ব্যাজার’ এপর্যন্ত ডজনখানেক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে বেশ কয়েকটি পুরস্কার লাভ করে। সূত্র: তেহরান টাইমস।