শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইংল্যান্ডে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার জিতল ‘মালাকুত’

পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০২১ 

news-image

ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর সুইন্ডনে অনুষ্ঠিত ইগনাইট চলচ্চিত্র উৎসবে সেরা ছবির মুকুট লাভ করেছে  ইরানি চলচ্চিত্র ‘মালাকুত’। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশনটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার ফারনুশ আবেদি। মঙ্গলবার আয়োজকরা সেরা ছবির নাম ঘোষণা করেন।

সেরা অ্যানিমেশন পুরস্কার ছাড়াও ‘মালাকুত’ উৎসবের সেরা সাউন্ড ডিজাইন অ্যাওয়ার্ড লাভ করেছে। চলচ্চিত্রটিতে কাজ করার জন্য এই পুরস্কার পান সোরুশ আবেদি।

অ্যানিমেশনটি তৈরি করা হয়েছে এক পিয়ানো বাদকের গল্প নিয়ে। সে তার স্ত্রীর জীবন ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু এতে সে তার ভেতরের শয়তানকে জাগিয়ে তোলে।

‘মালাকুত’ সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (এসআরআইএফএফ) সম্মানজনক ডিপ্লোমা লাভ করে। স্বল্পদৈর্ঘ্যটি যুক্তরাজ্যে অনুষ্ঠিত ব্ল্যাক কান্ট্রি হরোর শর্টস ফিল্ম ফেস্টিভালের প্রথম আসরে সেরা অ্যানিমেশন অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: তেহরান টাইমস।