মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আয়াতুল্লাহ রাফসানজানির জানাযা ও দাফন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের ঢল

পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক প্রেসিডেন্ট ও নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ আলী আকবর হাশেমি রাফসানজানির নামাজে জানাযা শেষ হয়েছে। এতে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

4-1-550x309-1

তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময় সকাল দশটায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নীতি নির্ধারণী পরিষদের সদস্যরা, জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি, বহুসংখ্যক সংসদ সদস্য, শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা এবং লাখ লাখ সাধারণ মানুষ। জানাযা শেষে এখন তাঁর দাফন প্রক্রিয়া চলছে। ইরানের ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনীর মাজার প্রাঙ্গনে তাঁকে দাফন করা হবে। দাফন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সূত্র: পার্সটুডে

4bmt3fa37f2b09l1fs_800c450