আসন্ন আশুরা উপলক্ষে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারের প্রস্তুতি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০১৬
আসন্ন মুহররম ও সফর মাসে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে জিয়ারতকারীদের আজাদারি পালনের জন্য প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে কারবালায় ইমামের পবিত্র মাজারকে শোকের প্রতীক কালো কাপড় দিয়ে সাজানো হয়েছে।
মাজারের পরিচালক বলেন, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের শোকানুষ্ঠানে শুধু শিয়া মুসলমানেরাই অংশগ্রহণ করেন না, বরং বিশ্বের বিভিন্ন দেশের সুন্নি মুসলমানসহ অনেক অমুসলিমও কালো পোশাক পরে এই শোকানুষ্ঠানে যোগ দেন।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার ছাড়াও আশেপাশের রাস্তাসহ অন্যান্য মসজিদ ও হুসাইনিয়াতেও শোকানুষ্ঠান পালনের জন্য প্রস্তুতি চলছে। সূত্র: ইকনা