আর্জেন্টিনায় চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিল দুই ইরানি ছবি
পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০১৯
ইরানি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ ব্রেথিং’ও ‘আজাদে’ আর্জেন্টিনার ইউনিসিপার ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। ফারশিদ আইয়ুবিনেজাদ’এর ব্রেথিং ও মিরাব্বাস খোসরাভিনেজাদের আজাদে দর্শকদের বেশ প্রশংসা অর্জন করে। ব্রেথিং চলচ্চিত্রে পাথরের একটি কারখানায় কাজ করা শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিমা কর্মীরা যে সুযোগ নেয় তা সুন্দরভাবে উঠে এসেছে। ইতালিতে এর আগে ব্রেথিং মানবাধিকার আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছিল। ১৭ থেকে ১৯ আগস্ট বুয়েনেস আয়ার্সে এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। – মেহর নিউজ।