বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আর্চারি এশিয়া কাপে ইরানের দুই স্বর্ণ

পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০২২ 

news-image

আর্চারি  এশিয়া কাপ ২০২২ এর চূড়ান্ত দিনে দুটি স্বর্ণপদক ও চারটি ব্রোঞ্জপদক জেতার কৃতিত্ব অর্জন করেছেন ইরানের আর্চারি  দল। থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়।গিসা বেইবর্দি ও হেসামুদ্দিন কাওসারের সমন্বয়ে গঠিত ইরানের কম্পাউন্ড দল ১৫৪-১৪৫ ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়।মোহাম্মদ সালেহ পালিজবান পুরুষদের কম্পাউন্ড প্রতিযোগিতার ফাইনালে ভারতকে ১৪৫-১২৬-এ পরাজিত করে স্বর্ণপদক ঘরে তোলেন।হেসামুদ্দিন কাউসার, মোহাম্মদ সালেহ পালিজবান এবং হামজেহ নেকোইয়ের সমন্বয়ে পুরুষদের কম্পাউন্ড দল বাংলাদেশের বিপক্ষে ২৩২-২২৬ ব্যবধানে বাছাইপর্বের ম্যাচ জিতে এবং ব্রোঞ্জপদক জিতেছে।গিসা বেইবর্দি, ভিদা হালিমিয়ান এবং কাওসার খোশনুদিকিয়ার সমন্বয়ে গঠিত ইরানি নারী কম্পাউন্ড দল কাজাখস্তানের বিরুদ্ধে ২২৪-২১৫ ব্যবধানে র‍্যাঙ্কিং ম্যাচ জিতেছে এবং একটি ব্রোঞ্জপদক জিতেছে।পুরুষদের কম্পাউন্ড প্রতিযোগিতায় হেসামুদ্দিন কাউসার ভারতীয় দলকে ১৪৭-১৪৭ এ পরাজিত করে ব্রোঞ্জপদক জিতে।গিসা বেইবর্দি নারীদের কম্পাউন্ড ম্যাচে ১৪৬-১৪৩-এ থাইল্যান্ডের তীরন্দাজকে পরাজিত করে ব্রোঞ্জপদক জয় করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।