শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আরমেনীয় উৎসবে দুই ইরানি প্রামাণ্যচিত্রের পুরস্কার জয়

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২১ 

news-image

আরমেনিয়ায় অ্যাপ্রিকোট ট্রি উজান আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে দুই ইরানি প্রামাণ্যচিত্র। পুরস্কার জয়ী ওই দুই ইরানি ছবি হলো ‘কাল ফাতেমে’ ও ‘বালোরা’।

আব্দুল কাদের খালেদি পরিচালিত ও প্রযোজিত ‘বালোরা’ ৭ম আরমেনীয় উৎসবের শর্ট প্রামাণ্যচিত্র বিভাগে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে।

মেহদি জামানপুর কিয়াসারি পরিচালিত ‘কাল ফাতেমে’ অপর আরেকটি পুরস্কার জিতেছে।আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব ২২ আগস্ট শুরু হয়ে শেষ হয় ২৯ আগস্ট। সূত্র: মেহর নিউজ এজেন্সি।