আরপিএল গোল্ডেন বুট জিতলো ইরানের সরদার আজমুন
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২০
২০১৯-২০ রুশ প্রিমিয়ার লিগ (আরপিএল) সিজনে সর্বোচ্চ স্কোর করে স্বর্ণের বুট জিতেছেন ইরানের জেনিথ স্ট্রাইকার সরদার আজমুন। বুধবার রাতে রোস্তোভের বিরুদ্ধে ২-১ গোলে জয় ঘরে তুলে তিনি এই সৌভাগ্য লাভ করেন।
আজমুন ও তার টিমমেট আরতেম দিজিইয়ুবা উভয়েই ২৮টি গেম খেলেছেন। তাদের দুজনেরই ১৭ গোলের ফরওয়ার্ডিং স্কোর রয়েছে। তবে পেনাল্টি থেকে কিছু গোলের গুণাগুণে রুশ স্ট্রাইকারের চেয়ে এগিয়ে রয়েছেন এই ইরানি। আজমুন একটি পেনাল্টি করেছেন। অন্যদিকে দিজিইয়ুবা করেছেন সাতটি।
আরপিএল এর ইতিহাসে আজমুন হচ্ছেন তৃতীয় জেনিত খেলোয়াড় যিনি সর্বোচ্চ গোলদাতা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। ক্লাবটি থেকে ২০০৪ সালে প্রথম সর্বোচ্চ স্কোর করেন আলেকজান্দর কেরজহাকভ। এরপর ২০১৪/১৫ সিজনে এই স্থান লাভ করেন হাল্ক। সূত্র: তেহরান টাইমস।