রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আরদেবিলে উদ্বোধন হচ্ছে বিশাল কৃষিপর্যটন অঞ্চলের

পোস্ট হয়েছে: মে ২৭, ২০২১ 

news-image

ইরানের আরদেবিল প্রদেশে চালু হচ্ছে বিশালায়তনের কৃষিপর্যটন অঞ্চলের। নিকট ভবিষ্যতে জনসাধারণের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাদেশিক পর্যটন প্রধান নাদের ফালাহি।

বুধবার তিনি জানান, নিকট ভবিষ্যতে উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশটি ভ্রমণে গিয়ে পশ্চিম এশিয়ার বৃহত্তম কৃষিপর্যটন এরিয়াটি উদ্বোধন করবেন সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী আলি আসগার মুনেসান।

কৃষিপর্যটন অঞ্চলটিতে বিশালায়তনের কৃষিভূমিসহ ২৬শ হেক্টরের বাগান, প্রাণিসম্পদ কমপ্লেক্স, চিনি কারখানা, দুগ্ধ কারখানা, ফল প্রক্রিয়াকরণ কারখানা ও অন্যান্য কয়েকটি ইউনিট থাকবে। সূত্র: তেহরান টাইমস।